উপযুক্ত সময়ে আইন লঙ্ঘনের জবাব পাবে আমেরিকা: ইরান
(last modified Fri, 24 Jul 2020 23:55:57 GMT )
জুলাই ২৫, ২০২০ ০৫:৫৫ Asia/Dhaka
  • উপযুক্ত সময়ে আইন লঙ্ঘনের জবাব পাবে আমেরিকা: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, উপযুক্ত সময়ে তার দেশের বিরুদ্ধে আমেরিকার প্রতিটি বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেয়া হবে।

সিরিয়ার আকাশে বৈরুতগামী ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে দু’টি মার্কিন জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়ার পর মুসাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় ইরানি বিমানের কয়েক যাত্রী আহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মুসাভি গতকাল (শুক্রবার) এক বক্তব্যে মার্কিন জঙ্গিবিমানের আচরণকে আন্তর্জাতিক বিমান চলাচল আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী হিসেবে অভিহিত করেন। আমেরিকা যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসী মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

মধ্য আকাশে যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ করার এ ঘটনার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানাবে উল্লেখ করে মুসাভি বলেন, বলদর্পীতা প্রদর্শন করতে গিয়ে আমেরিকাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দেবে না ইরান।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ