আটকে থাকা অর্থ ফেরত আনতে ইরান আইনি ব্যবস্থা নিতে পারে
(last modified Tue, 11 Aug 2020 11:20:04 GMT )
আগস্ট ১১, ২০২০ ১৭:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিদেশে আটকে থাকা অর্থ ফেরত আনার জন্য তেহরান সম্ভাব্য সব উপায় অবলম্বন করবে; এমনকি যেসব দেশ আমেরিকার সরাসরি চাপের কাছে নতিস্বীকার করে বেআইনিভাবে ইরানি অর্থ আটকে রেখেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থাও গ্রহণ করবে।

গতকাল সোমবার জাওয়াদ জারিফ ইরানের সংসদের সরকারি বার্তা সংস্থা ইকানাকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। বিদেশি ব্যাংকে আটকে থাকে অর্থ ফেরত আনার জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে -এমন এক প্রশ্নের জবাব দেন জারিফ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের কাছ থেকে নগদ অর্থ না এনে পণ্য আনা অথবা বার্টার পদ্ধতিতে অর্থ ফেরত আনাসহ নানা রকমের পদ্ধতি রয়েছে। ইরান গত কয়েক বছর ধরে এসব পদ্ধতি অবলম্বন করেছে এবং ভবিষ্যতেও এসব পদ্ধতি অবলম্বন করা অব্যাহত থাকবে।

জাওয়াদ জারিফ বলেন, “আটকে থাকা অর্থ ফেরত জন্য চেষ্টা করছি আমরা এবং যদি প্রয়োজন হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা নিতেও দ্বিধা করবো না।”#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ