'জেনারেল সোলাইমানি' ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান
(last modified Thu, 20 Aug 2020 07:07:36 GMT )
আগস্ট ২০, ২০২০ ১৩:০৭ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উদযাপিত হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

দিবসটি উপলক্ষে নতুন নতুন সামরিক সাফল্য প্রদর্শন করছে ইরান। আজ যেসব নতুন অস্ত্র উদ্বোধন করা হয়েছে তার মধ্যে রয়েছে এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার 'জেনারেল কাসেম সোলাইমানি' নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র  এবং এক হাজার কিলোমিটার পাল্লার 'আবু মাহদি আল মুহানদেস' নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র।

আবু মাহদি ক্রুজ ক্ষেপণাস্ত্রটি সাগরে শত্রুর নৌযানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

দু'টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

আজ জেট ফাইটারের নতুন ইঞ্জিনেরও উদ্বোধন করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর গত চার দশকে ইরান প্রতিরক্ষা শিল্পে এত বেশি অগ্রগতি সাধন করেছে যে অতীতের সঙ্গে কোনো ভাবেই তুলনাযোগ্য নয়।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় শহীদ হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপ-প্রধান আবু মাহদি আল মুহানদেস।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ