ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম ট্রাম্পের প্রচার কৌশল: শামখানি
-
শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর বিষয়ে মার্কিন তৎপরতা ট্রাম্পের প্রচারণা কৌশল মাত্র, এর বাইরে এই তৎপরতার কোনো গুরুত্ব নেই। তিনি নিজের টুইটার পেইজে এ মন্তব্য করেছেন।
শামখানি আরও বলেছেন, মার্কিন সরকার এটা ভালো করেই জানে তারা অস্ত্র নিষেধাজ্ঞাসহ জাতিসংঘের অন্য সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারবে না। কিন্তু এরপরও নির্বাচনী প্রচারণার স্বার্থে এ ক্ষেত্রে নানা তৎপরতা চালাচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেন, আপনার উচিত আপনার প্রতি মানুষের ঘৃণা কমানোর জন্য অন্য কোনো পথ বেছে নেওয়া।
এরিমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিলেও এই পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৩ সদস্যদেশ তার ঘোর বিরোধিতা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে কেবল ডোমিনিকান রিপাবলিক।
স্ন্যাপব্যাক মাকানিজম চালু করতে পারলে পরমাণু সমঝোতার কারণে ইরানবিরোধী যেসব নিষেধাজ্ঞা স্থগিত বা বাতিল হয়েছে সেগুলো আবারও পুনর্বহাল হতো।
নিরাপত্তা পরিষদের ১৩ দেশ বলেছে, আমেরিকা ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে। এর ফলে স্ন্যাপব্যাক ম্যাকানিজক চালুর কোনো অধিকার আমেরিকার নেই।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।