আগস্ট ২৩, ২০২০ ০৫:৩৬ Asia/Dhaka

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে আমেরিকা কেন নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করতে পারবে না তা মার্কিন কর্মকর্তাদের মুখেই শুনিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করে অতীতে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য শীর্ষস্থায়ী মার্কিন কর্মকর্তাদের এ সংক্রান্ত বক্তব্য তুলে ধরেছেন। ভিডিওর শুরুতেই প্রেসিডেন্ট ট্রাম্পের ২০১৮ সালে দেয়া এক ঘোষণা তুলে ধরা হয় যেখানে তিনি বলেছিলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে।”

এরপর ভিডিওতে ২০১৮ সালের ৮ মে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ঘোষিত একটি প্রজ্ঞাপন তুলে ধরা হয় যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন সরকার ২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার মার্কিন প্রতিপক্ষ মাইক পম্পেওর বক্তব্য তুলে ধরেন  যেখানে তিনি বলেছ্নে, ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছেন।

জারিফের ভিডিওতে এরপর তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের এক বক্তব্য তুলে ধরা হয় যেখানে তিনি বলেছিলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র আর নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের কোনো ধারা ব্যবহার করবে না…. কারণ, আমরা সমঝোতাটি থেকে বেরিয়ে গিয়েছি।”

এরপর জারিফ নিজে প্রশ্ন করেন, “এরপরও কি পরমাণু সমঝোতার অংশ হিসেবে নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার অধিকার আমেরিকার আছে?”

ডোনাল্ড ট্রাম্প- মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ‘স্ন্যাপব্যাক ম্যাকানিজম’ প্রয়োগের আবেদন জানিয়েছেন তখন জারিফ এ ভিডিও প্রকাশ করলেন। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের মধ্যে ১৩টি দেশই গতকাল পম্পেওর এ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে।

২০১৫ সালে ইরানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় স্ন্যাপব্যাক ম্যাকানিজমের কথা বলা হয়েছে। একই বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবেও এই ম্যাকানিজম সংযুক্ত করা হয়।

এই ম্যাকানিজম অনুযায়ী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী যেকোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না তাহলে ওই দেশ ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানাতে পারবে এবং নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটি আটকানো যাবে না।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ