করোনা চিকিৎসায় ইরানে তৈরি ওষুধ ‘রেমডেসিভির’ ১০ দেশে রপ্তানি
প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরানে তৈরি ওষুধ রেমডেসিভির বিশ্বের ১০টি দেশে রপ্তানি করা হয়েছে। ইরানের হাসপাতালগুলোতেও কোভিড-১৯ রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে।
ইরানের একটোভেরকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহী পরিচালক রেজা মোস্তাফি এক বিশেষ সাক্ষাৎকারে ইরান প্রেসকে বলেছেন, গতমাসে ইরানের হাসপাতালগুলোতে রেমডেসিভির ওষুধ সরবরাহ করা হয়েছে এবং করোনা রোগীদের চিকিৎসায় এটি কার্যকর ভূমিকা পালন করছে।
তিনি বলেন, রেমডেসিভির করোনা রোগ চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোনো ওষুধ নয় তবে এটা যদি সঠিক সময়ে প্রয়োগ করা যায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীরা সুস্থ হয় উঠেন।
রেজা মোস্তাফি জানান, ইরানে তৈরি রেমডেসিভির ওষুধের দাম ধরা হয়েছে প্রায় ছয় লাখ তুমান যা অন্য দেশে তৈরি একই ওষুধের চেয়ে বেশ সস্তা।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি গত ১৫ জুলাই জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরান রেমডেসিভির ওষধু তৈরি করতে সক্ষম হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারে এখন পর্যন্ত এমন নির্ভরযোগ্য কোনো ওষুধ বিশ্বে তৈরি হয়নি। তবে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে করোনার চিকিৎসার জন্য রেমডেসিভির প্রয়োগ করা হচ্ছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।