জাতিসংঘে আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i82548-জাতিসংঘে_আবার_বিচ্ছিন্ন_হয়ে_পড়েছে_আমেরিকা_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেছেন, এই বিশ্ব সংস্থায় আমেরিকা আবারো একঘরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০২০ ০৬:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেছেন, এই বিশ্ব সংস্থায় আমেরিকা আবারো একঘরে ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল সংক্রান্ত স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার দাবি জানিয়েছিলেন।

সে প্রসঙ্গ উল্লেখ করে জারিফ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “পম্পেওর আইন লঙ্ঘনকারী দাম্ভিকতা আমেরিকাকে আরেকবার জনবিচ্ছিন্ন করেছে। আমেরিকা শুক্রবার তার বেআইনি আবেদনের ব্যাপারে শুক্রবারের বৈঠকে আলোচনা অনুষ্ঠানের বিরোধিতা করলেও মঙ্গলবার এই পরিষদের বৈঠকে উপস্থিত সদস্যদেশগুলো মার্কিন আবেদনকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, (মার্কিন প্রেসিডেন্ট) ডোনাল্ড ট্রাম্পের এখন বলদর্পী আচরণ পরিহার করে চলার সময় এসে গেছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।