অস্ত্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কারো ওপর নির্ভরশীল নয় ইরান: জেনারেল হেইদারি
https://parstoday.ir/bn/news/iran-i82556-অস্ত্র_নির্মাণ_ও_রক্ষণাবেক্ষণের_ক্ষেত্রে_কারো_ওপর_নির্ভরশীল_নয়_ইরান_জেনারেল_হেইদারি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, সামরিক সরঞ্জাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইরান বিশ্বের কোনো দেশের ওপর নির্ভরশীল নয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০২০ ১৫:৫৪ Asia/Dhaka
  • কিয়োমার্স হেইদারি
    কিয়োমার্স হেইদারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি বলেছেন, সামরিক সরঞ্জাম নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ইরান বিশ্বের কোনো দেশের ওপর নির্ভরশীল নয়।

তিনি আজ (বুধবার) কাজভিনে সশস্ত্র বাহিনীর ১৬তম ডিভিশন পরিদর্শনকালে এ কথা বলেন।

কিয়োমার্স হেইদারি আরও বলেছেন, বর্তমানে সেনাবাহিনীর নজিরবিহীন প্রস্তুতি রয়েছে এবং এ ধরণের প্রস্তুতির পেছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্বনির্ভরতা। প্রতিরক্ষা ইস্যুতে কোনো অঙ্গনেই আমাদেরকে অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না।

ইরানের এই কমান্ডার আরও বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী সব চেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে কঠিন জবার দেওয়ার সক্ষমতা রাখে।

ইরান ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত হানার ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত করে তোলার ওপর জোর দিয়েছে বলে তিনি জানিয়েছেন। কিয়োমার্স হেইদারি বলেন, ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের ২৩টি বিভাগ রয়েছে। এসবের কোনো বিভাগই বিদেশের ওপর নির্ভরশীল নয়। সব কিছুই নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরশীল। সব ক্ষেত্রেই স্বনির্ভর।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।