ট্রাম্প এবার সন্ত্রাসীর লেবেলও বেচাকেনা শুরু করেছেন: সুদান ইস্যুতে ইরান
(last modified Thu, 27 Aug 2020 16:50:16 GMT )
আগস্ট ২৭, ২০২০ ২২:৫০ Asia/Dhaka
  • সাইয়্যেদ রাসুল মুসাভি
    সাইয়্যেদ রাসুল মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি সাইয়্যেদ রাসুল মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের দৃষ্টিতে সব কিছুই বেচাকেনার যোগ্য। ওয়াশিংটন এখন সন্ত্রাসীর লেবেলও বেচাকেনা শুরু করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সন্ত্রাসী তালিকা থেকে নাম কাটার জন্য সুদানের কাছ থেকে অর্থ চাওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

সাইয়্যেদ রাসুল মুসাভি আরও বলেছেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে টাকা না দিলেই আপনি সন্ত্রাসী, আর টাকা দিলে সন্ত্রাসীর কালো তালিকা থেকে আপনার নাম বাদ পড়বে।

সন্ত্রাসবাদে মদদ দেয়-এমন অভিযোগে কিছু দেশকে কালো তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ তালিকায় সুদানের নামও রয়েছে। ৩৩ কোটি ডলার দিলেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে-এমন প্রস্তাব দেয়া হয়েছে পূর্ব আফ্রিকার এই দেশটিকে।

সম্প্রতি সুদান সফরে গিয়ে সেদেশের সরকারকে সরাসরি এ প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ১৯৯০ এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত কালো তালিকায় রয়েছে সুদানের নাম।

মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত চাপ সৃষ্টি করতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন দেশের নাম কালো তালিকাভুক্ত করে থাকে।# 

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ