পাওনা অর্থ দ্রুত ফেরত দিন: ব্রিটেনকে ইরান
(last modified Thu, 10 Sep 2020 10:11:20 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৬:১১ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি

পাওনা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস স্বীকার করেছেন যে, ইরান তাদের কাছে অর্থ পাবে। পাওনা অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আইনি পথ খোঁজা হচ্ছে বলেও তিনি জানান। এটাই হচ্ছে ব্রিটেনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রথম স্বীকারোক্তি।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তির পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ব্রিটেন এ পর্যন্ত নানা অজুহাত দেখিয়ে ইরানের অর্থ আটকে রেখেছে। এর ফলে ইরানসহ গোটা বিশ্বের কাছে ব্রিটেনের মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

এ অবস্থায় লন্ডন অর্থ ফেরত দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে তেহরান আশা করছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে পাওনা অর্থের পরিমাণ সংক্রান্ত যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তা ধারণা ভিত্তিক। ব্রিটেনকে মূল অর্থের সঙ্গে লভ্যাংশও পরিশোধ করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তারা জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ