সোলাইমানিকে হত্যা করলে যুদ্ধ বাঁধতে পারে: বলেছিলেন মার্কিন সিনেটর
(last modified Sat, 12 Sep 2020 05:41:35 GMT )
সেপ্টেম্বর ১২, ২০২০ ১১:৪১ Asia/Dhaka
  • লিন্ডসে গ্রাহাম
    লিন্ডসে গ্রাহাম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম।

জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেয়ার আগ মুহূর্তে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ের একটি অংশে এই তথ্য জানানো হয়েছে। এ বইয়ে জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা প্রাধান্য পেয়েছে।

বইয়ে বব উডওয়ার্ড দাবি করেছেন যে, ইরানের এই শীর্ষ জেনারেলকে হত্যা না করার জন্য সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যা করল ইরানের সঙ্গে আমেরিকার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শহীদ জেনারেল কাসেম সোলাইমানি

ফ্লোরিডায় গলফ খেলার সময় গ্রাহাম পেসিডেন্ট ট্রাম্পকে এই সতর্কবার্তা দেন। তিনি সেসময় জেনারেল কাসেম সোলাইমানিকে সেরাদের সেরা জেনারেল বলে উল্লেখ করেছিলেন।

গত ৩ জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলেমানি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। জেনারেল সোলাইমানি ওই সময় সরকারি সফরে ইরাকে পৌঁছান।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ