ট্রাম্প সরকারের মুখ রক্ষার জন্য পম্পেও বিকারগ্রস্তের মত কথাবার্তা বলছেন: ইরান
(last modified Thu, 17 Sep 2020 04:27:39 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১০:২৭ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি টুইটার পোস্টে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে বিকারগ্রস্ত প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ পম্পেওর পোস্টের নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার কারণে এখন ট্রাম্প সরকারের মুখ রক্ষার কাজে নেমেছেন মাইক পম্পেও।

পম্পেও গতকাল (বুধবার) দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি টুইটার পোস্টে ইরানের সাম্প্রতিক একটি ফাঁসির ঘটনা তুলে ধরে তাকে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন। এ ঘটনাকে তিনি জাওয়াদ জারিফের সরকারের ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করে এজন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন।

আমেরিকায় বর্ণবাদ-বিরোধী বিক্ষোভ অনেকটা নিত্যদিনের ঘটনা

এ সম্পর্কে খাতিবজাদেহ বলেন, নিদারুণ হতাশা থেকে মাইক পম্পেও তার পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে ঘৃণা উগরে দিয়েছেন। মাইক পম্পেওর প্রতিক্রিয়াকে মানসিক বিকারগ্রস্ততা ও ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পরাজয় বলে মন্তব্য করেন খাতেবজাদেহ।

তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি ইরানবিরোধী সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতির ধারাবাহিক এক পরাজয় দেখছেন, দুর্ভাগ্যজনকভাবে তিনি ট্রাম্প প্রশাসনের মানবাধিকারের পক্ষে কথা বলতে নেমেছেন। অথচ আমেরিকার নিজেরই মানবাধিকারের ব্যাপারে অন্ধকারময় রেকর্ড রয়েছে। সেখানে এমন কোনো দিন নেই যেখানে বর্ণবৈষম্য এবং বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে না।

খাতিবজাদেহ বলেন, পম্পেওর পোস্ট হচ্ছে বড় ধরনের মিথ্যাচার, আমেরিকার অভ্যন্তরের সংকট থেকে সে দেশের মানুষের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করার জন্য তিনি এই মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ