জনগণের বিরুদ্ধে সমস্ত অপরাধের জন্য হোয়াইট হাউজ দায়ী: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i83383-জনগণের_বিরুদ্ধে_সমস্ত_অপরাধের_জন্য_হোয়াইট_হাউজ_দায়ী_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে যত অপরাধ শত্রুতাপূর্ণ পদক্ষেপ ও অপরাধ করা হয়েছে তার সবকিছুর জন্য মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ দায়ী। কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন সর্বশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও সমালোচনা করেন তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২০ ২৩:৩১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের বিরুদ্ধে যত অপরাধ শত্রুতাপূর্ণ পদক্ষেপ ও অপরাধ করা হয়েছে তার সবকিছুর জন্য মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ দায়ী। কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির আওতায় ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন সর্বশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও সমালোচনা করেন তিনি।

করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ে গঠিত ইরানের ন্যাশনাল হেডকোয়ার্টার্সে আজ (শনিবার) অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

তিনি বলেন, “অবৈধ ও অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে মার্কিন সরকার ইরানে ওষুধ ও খাদ্য আসা বন্ধ করে রেখেছে। এর আগে আমরা কখনো হোয়াইট হাউসে কোনো ব্যক্তির পক্ষ থেকে এই পর্যায়ের বর্বরতা দেখি নি। তারা নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে।  

আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ থেকে ইরান করোনা-বিরোধী লড়াইয়ের জন্য পাঁচশ’ কোটি ডলারের যে ঋণ নেয়ার চেষ্টা করছে তাতে আমেরিকার পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।#

পার্সটুডে/এসআইবি/২৬