আইআরজিসির ‘ন্যাশনাল অ্যারোস্পেস পার্ক’র উদ্বোধন
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ‘ন্যাশনাল অ্যারোস্পেস পার্ক’ উদ্বোধন করেছে। এটি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের স্থায়ী প্রদশর্নী কেন্দ্র।

আজ (রোববার) সকালে ওই পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ এবং আইআরজিসি'র অ্যারোস্পেস বিভাগের কমান্ডার আমির আলী হাজিজাদেহ।

‘ন্যাশনাল অ্যারোস্পেস পার্ক’-এ যেসব সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম স্থান পেয়েছে সেগুলো পার্সটুডের পাঠকদের জন্য নিচের গ্যালারিতে তুলে ধরা হলো:




পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ