আমেরিকার সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
(last modified Mon, 28 Sep 2020 23:52:46 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০২০ ০৫:৫২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ওমানে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে আলোচনা করেছেন বলে মার্কিন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন গণমাধ্যমে এ সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে এবং এর অন্য কোনো কার্যকারিতা নেই।

ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের ব্যাপারে ট্রাম্পের কোনো ধারনা নেই: খাতিবজাদে

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্কের ব্যাপারে ট্রাম্পের কোনো ধারনা নেই উল্লেখ করে খাতিবজাদে বলেন, ট্রাম্পকে তার ভুল স্বীকার করে ইরানের বিরুদ্ধে আরোপিত মানবতাবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক যুদ্ধ পরিহার করতে হবে। সেইসঙ্গে এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানের যত ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে হবে। যদি তিনি তা করতে পারেন তাহলে পরমাণু সমঝোতার গঠনকাঠামোর আওতায় তার সঙ্গে ইরানের কিঞ্চিৎ আলোচনা হলেও হতে পারে তার আগে নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর তিনি গত আড়াই বছর ধরে অসংখ্যবার বলেছেন, তিনি পরমাণু সমঝোতার চেয়ে ভালো চুক্তি সই করতে ইরানের সঙ্গে আলোচনা করতে চান। কিন্তু তেহরান তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, ইরানের শর্ত মেনে নিলে দ্বিপক্ষীয় বৈঠক নয় বরং ওই সমঝোতার গঠনকাঠামোর আওতায় আমেরিকার সঙ্গে বহুপক্ষীয় আলোচনা হতে পারে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ