গত ছয় মাসে ৩,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে ইরান
(last modified Sat, 03 Oct 2020 01:07:13 GMT )
অক্টোবর ০৩, ২০২০ ০৭:০৭ Asia/Dhaka
  • তেল রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান
    তেল রপ্তানি করে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান

ইরান গত ছয় মাসে রপ্তানি খাত থেকে প্রায় তিন হাজার ৩৫ কোটি ডলার মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছে। ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক মাহদি মিরশারাফির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। মিরশারাফি বলেছেন, এই পরিমাণ বৈদেশিক মুদ্রার মধ্যে তেল বহির্ভুত খাত থেকে আয় হয়েছে এক হাজার ৩৫৬ কোটি ডলার।

ইরানের এই পদস্থ কর্মকর্তা বলেন, ফার্সি ১৩৯৯ সালের প্রথম ছয় মাসে পরিশোধিত তেল যথারীতি রপ্তানি খাতের প্রধান পণ্যের স্থান দখলে রেখেছে। এরপর পলিথিন, পলিমার প্লাস্টিক ফিল্ম, মিথানল ও ইউরিয়া ছিল ইরানের পরবর্তী চার প্রধান রপ্তানি পণ্য।

ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক মাহদি মিরশারাফি

গত ছয় মাসে চীন ইরানের সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে বলে জানান মিরশারাফি। তিনি বলেন, এ সময়ে শুধু চীন ইরানের কাছ থেকে ৩৭০ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। চীনের পরে ইরানি পণ্য আমদানিকারক প্রধান চার দেশে হচ্ছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও তুরস্ক।

ইরানের শুল্ক বিভাগের মহাপরিচালক জানান, ওজনের দিক দিয়ে মোট রপ্তানির শতকরা ৭২ ভাগ এবং মূল্যের দিক থেকে শতকরা ৭৪ ভাগ পণ্য এই পাঁচ দেশে রপ্তানি হয়েছে। ইরান গত ছয় মাসে এক হাজার ৬৭৮ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বলেও জানান মিরশারাফি।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ