নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা ইরানের সরকার পরিবর্তন করতে চায়: রাভাঞ্চি
-
মাজিদ তাখতে রাভাঞ্চি
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, তার দেশের বিরুদ্ধে মার্কিন সরকার যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ।
তিনি বলেন, আমেরিকা এই চাপ সৃষ্টির মাধ্যমে ইরানের জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলছে এবং দেশটির ভেতরে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে সন্ত্রাসবাদ-বিরোধী ষষ্ঠ কমিটির বৈঠকে এসব কথা বলেছেন মাজিদ তাখতে রাভাঞ্চি। তিনি বলেন, ইরানের বেসামরিক জনগণকে লক্ষ্য করে আমেরিকা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে যার আসল উদ্দেশ্য হচ্ছে ইরানের ভেতরে দুর্ভোগ এবং অভাব-অনটন সৃষ্টি করা। একইসাথে মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে সামাজিক অস্থিরতা তৈরি করে ইসলামি সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, অর্থনৈতিক এবং ওষুধ সন্ত্রাসবাদসহ যেকোনো সন্ত্রাসবাদের কঠোর নিন্দা করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর আগে গতকাল দিনের প্রথম ভাগে মার্কিন অর্থ বিভাগ ইরানের ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সমস্ত ব্যাংকিং সিস্টেম থেকে ইরানকে বিচ্ছিন্ন করে ফেলা।#
পার্সটুডে/এসআইবি/৯