অক্টোবর ১৪, ২০২০ ১৭:৪৬ Asia/Dhaka
  • হেম্মাতি
    হেম্মাতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, ইরাকে তার দেশের পাঁচশ’ কোটি ডলারের বেশি অর্থ আটকে আছে। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকের অবকাশে এ কথা বলেছেন। সম্প্রতি ইরাক সফর করেছেন গভর্নর হেম্মাতি।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইরানের হাজার হাজার কোটি ডলার আটকে আছে বলে তিনি জানান।

তিনি বলেন,“আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকার পরও কোনো কোনো দেশ মার্কিন চাপের কারণে আমাদের অর্থ কাজে লাগানোর অনুমতি দিচ্ছে না। আমরা এর আগে ভেবেছিলাম চলতি বছরই আটকে থাকা অর্থ কাজে লাগাতে পারব।”

হেম্মাতি আরও বলেন, “সৌভাগ্যক্রমে আমরা এ ক্ষেত্রে ভালো পদক্ষেপ নিতে সক্ষম হয়েছি। আমি ভবিষ্যতের বিষয়ে খুবই আশাবাদী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চলতি মেয়াদের শেষ দিনগুলোতে আমাদের ওপর চাপ বাড়ানো হচ্ছে। আমরাও নিজেদের প্রতিরোধ জোরদার করছি। আশা করি সমস্যার সমাধান করতে সক্ষম হব।”

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “যেসব দেশে আমাদের অর্থ আটকে আছে তাদের সঙ্গে এরিমধ্যে আমরা আলোচনা করেছি। দুই দিন আগেই আমি ইরাক সফর করেছি। আশাকরি ইরাকে থাকা আমাদের অর্থ-সম্পদ ব্যবহার করতে পারব।”#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ