ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে
https://parstoday.ir/bn/news/iran-i84120
ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩৫ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩২ হাজার ৩২০ জনে পৌঁছেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৪, ২০২০ ১৮:৪৬ Asia/Dhaka
  • সিমা সাদাত লারি
    সিমা সাদাত লারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩৫ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩২ হাজার ৩২০ জনে পৌঁছেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৮১৪ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ (শনিবার) এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চার লাখ ৫০ হাজার ৮৯১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬২ হাজার ৭০৫ জন।

করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে

 

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৫০ হাজারের বেশি ব্যক্তি। এছাড়া, আক্রান্তের সংখ্যা চার কোটি ২৫ লাখের বেশি। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।