ইরানের আহওয়াজ শহরের হত্যাকাণ্ডের মূল হোতা আটক
(last modified Sun, 01 Nov 2020 09:28:32 GMT )
নভেম্বর ০১, ২০২০ ১৫:২৮ Asia/Dhaka
  • সন্ত্রাসী হামলার পর একটি শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন ইরানের এক সেনা
    সন্ত্রাসী হামলার পর একটি শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন ইরানের এক সেনা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আহওয়াজ শহরে ২০১৮ সালে পরিচালিত হত্যাকাণ্ডের মূল হোতা হাবিব চাবকে আটক করা হয়েছে বলে অনিশ্চিত মিডিয়া সূত্র থেকে জানা গেছে। সৌদি অর্থে পরিচালিত আল-আহওয়াজিয়া সন্ত্রাসী গোষ্ঠীর তৎকালিন প্রধানকে হাবিব চাবকে তুরস্ক আটক করেছে এবং তাকে ইরানের হাতে তুলে দিয়েছে।

হাবিব চাব বর্তমানে আল-আহওয়াজিয়া গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট। সৌদি আরবের আল-আরাবিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চাবকে ইরানের নিরাপত্তা বাহিনী তুরস্ক সফরে প্রলুব্ধ করে। তিনি সেখানে গেলে তুরস্ক তাকে আটক করে এবং শুক্রবার সন্ধ্যায় ইরানের গোয়েন্দা বাহিনীর হাতে তুলে দেয়।

আল-আহওয়াজিয়া সন্ত্রাসী গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, হাবিব চাবকে আটকের ক্ষেত্রে পারস্য উপসাগরীয় একটি দেশ সহযোগিতা করেছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আহওয়াজ শহরে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজ সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় অন্তত ২৫ জন শহীদ ও ৬০ জন আহত হন। হামলার পরপরই আহওয়াজিয়া গোষ্ঠীর মুখপাত্র ‘ইরান ইন্টারন্যাশনাল’ নামে একটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে হত্যাকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। তার ওই বক্তব্য সরসারি সম্প্রচার করা হয়। চ্যানেলটি লন্ডন থেকে সৌদি অর্থে পরিচালিত হয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১

ট্যাগ