ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের পাকিস্তান সফর
(last modified Thu, 12 Nov 2020 15:11:32 GMT )
নভেম্বর ১২, ২০২০ ২১:১১ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও ইমরান খান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। দু’দেশেরই প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ সহযোগিতা করতে সম্মত হন পাক প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্বব্যাপী ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা মোকাবিলা করা এবং মুসলিম বিশ্বের নানা সংকট সমাধানে ভূমিকা রাখার বিষয়টিও এ আলোচনায় উঠে আসে।

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগে মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন।#

পার্সটুডে/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ