ইরানে করোনাভাইরাসে মৃত্যুর জন্য আমেরিকা দায়ী: তেলমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i84600-ইরানে_করোনাভাইরাসে_মৃত্যুর_জন্য_আমেরিকা_দায়ী_তেলমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেছেন, তার দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে চারশর বেশি মানুষ মারা যাচ্ছে দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার। কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা-সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৩, ২০২০ ০৮:৫৫ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ
    ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেছেন, তার দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে চারশর বেশি মানুষ মারা যাচ্ছে দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার। কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা-সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার।

বিজান জাঙ্গানেহ সুস্পষ্ট করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়ছে। চূড়ান্তভাবে করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানেহ এ কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি এ বৈঠকে যোগ দেন।

ইরানের তেলমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে। এমনকি জরুরি খাদ্য-সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণে ইরানে করোনাভাইরাস-বিরোধী কার্যকর পদক্ষেপ নেয়া জটিল হয়ে পড়েছে। এজন্য ইরানে করোনাভাইরাসের মহামারীতে প্রতিদিন চারশর বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে।#

পার্সটুডে/এসআইবি/১৩