উত্তর-পশ্চিমঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ইরানের ৩ সীমান্তরক্ষী শহীদ
(last modified Sat, 14 Nov 2020 15:18:31 GMT )
নভেম্বর ১৪, ২০২০ ২১:১৮ Asia/Dhaka
  • ইরানি সীমান্তরক্ষী
    ইরানি সীমান্তরক্ষী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির ৩ সীমান্তরক্ষী শহীদ হয়েছেন।

গতকাল (শুক্রবার) ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের তারগাবার এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সীমান্ত রক্ষীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিন সীমান্তরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি দুইজন আহত হয়েছেন। সংঘর্ষে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সংঘর্ষের এক পর্যায়ে ওই এলাকায় বাড়তি সেনা পাঠানো হয় এবং ইরানি বাহিনীর দৃঢ়তার মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে ইরাক ও তুরস্কের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় প্রায়ই বিপ্লব-বিরোধী ও সন্ত্রাসীদের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। এই সীমন্ত দিয়ে সন্ত্রাসীরা মাঝেমধ্যেই ইরানের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি পশ্চিম আজারবাইজান প্রদেশের মাকু শহরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ