চীনা টিকা নিয়েছেন ১০ লাখ মানুষ; এখন পর্যন্ত সবাই করোনামুক্ত
https://parstoday.ir/bn/news/iran-i84793-চীনা_টিকা_নিয়েছেন_১০_লাখ_মানুষ_এখন_পর্যন্ত_সবাই_করোনামুক্ত
চীনা টিকা গ্রহণকারী প্রায় ১০ লাখ লোকের কেউই করোনায় আক্রান্ত হয়নি। টিকা গ্রহণের পর দুই সপ্তাহ পার হলেও তাদের সবাই করোনামুক্ত রয়েছেন। এসব তথ্য জানিয়েছে চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ২১, ২০২০ ১৭:২৭ Asia/Dhaka
  • চীনা টিকা নিয়েছেন ১০ লাখ মানুষ; এখন পর্যন্ত সবাই করোনামুক্ত

চীনা টিকা গ্রহণকারী প্রায় ১০ লাখ লোকের কেউই করোনায় আক্রান্ত হয়নি। টিকা গ্রহণের পর দুই সপ্তাহ পার হলেও তাদের সবাই করোনামুক্ত রয়েছেন। এসব তথ্য জানিয়েছে চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম।

তারা বলেছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রায় দশ লাখ মানুষকে দেওয়া হয়েছে। জরুরি ব্যবহারের সরকারি অনুমতির ভিত্তিতে প্রায় দশ লাখ মানুষের দেহে তাদের টিকা দেওয়া হয়েছে। সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট-এ প্রকাশিত এক নিবন্ধে লিউ জিংঝেন লিখেছেন, জরুরি ব্যবহারে আমরা প্রায় এক লাখ মানুষকে এই টিকা দিয়েছি। এখন পর্যন্ত গুরুতর কোনও প্রতিক্রিয়া পাইনি। কয়েকজনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

সিনোফার্ম প্রধান জানান, পরীক্ষামূলক টিকাটি দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিক, কূটনৈতিক ও শিক্ষার্থীদের। যারা করোনা মহামারির সময় ১৫০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। কিন্তু এদের কেউই আক্রান্ত বলে খবর পাওয়া যায়নি। ৬ নভেম্বর জরুরি টিকা কর্মসূচির আওতায় ৫৬ হাজার মানুষের দেহে এটি প্রয়োগ করা হয়। পরে তারা বিদেশ গেছেন।

তিনি আরও জানান, সিনোফার্ম ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ দশটি দেশে পরিচালনা করছে। এগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, জর্ডান, পেরু এবং আর্জেন্টিনাও রয়েছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।