'পুরো সপ্তাহের সবচেয়ে আনন্দের সময় প্রিয়জন শোনার ২০ মিনিট'
https://parstoday.ir/bn/news/iran-i84810-'পুরো_সপ্তাহের_সবচেয়ে_আনন্দের_সময়_প্রিয়জন_শোনার_২০_মিনিট'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ১৬ নভেম্বর, সোমবার। রেডিও তেহরানের বাংলা ভাষার শ্রোতাদের আনন্দের দিন। কেননা, প্রতি সোমবারে শ্রোতাদের অতি প্রিয় অনুষ্ঠান প্রিয়জন প্রচারিত হয়। অধিকন্ত, প্রিয়জন এখন ২০ মিনিটব্যাপী প্রচারিত হয়। ফলে অধিক শ্রোতার চিঠিপত্র পড়া ও তাদের প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২২, ২০২০ ১৫:২৫ Asia/Dhaka
  • 'পুরো সপ্তাহের সবচেয়ে আনন্দের সময় প্রিয়জন শোনার ২০ মিনিট'

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ১৬ নভেম্বর, সোমবার। রেডিও তেহরানের বাংলা ভাষার শ্রোতাদের আনন্দের দিন। কেননা, প্রতি সোমবারে শ্রোতাদের অতি প্রিয় অনুষ্ঠান প্রিয়জন প্রচারিত হয়। অধিকন্ত, প্রিয়জন এখন ২০ মিনিটব্যাপী প্রচারিত হয়। ফলে অধিক শ্রোতার চিঠিপত্র পড়া ও তাদের প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হচ্ছে।

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ওইদিন যেসব অনুষ্ঠান প্রচারিত হয়েছে, সেগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে চিঠিপত্রের আসর প্রিয়জন। আর তাই কথা বলতে চাই প্রিয়জন নিয়েই।

একটি সপ্তাহ মানে তো ৭ দিন, অর্থাৎ ১৬৮ ঘন্টা, মানে ১০,০৮০ মিনিট। সপ্তাহের এই দশ হাজার আশি মিনিটই কাটে আমাদের নানা ভাবনায়, নানা প্রতিকূলতায়, কিছু আনন্দ-বেদনা, সামান্য হাসি-কান্না ও জটিল সব পরিস্থিতির সাথে লড়াই করে। কিন্তু এই ১০,০৮০ মিনিটের মধ্যে ২০টি মিনিট কাটে শুধুই আনন্দে, শুধুই সুখে, শুধুই ভালোবাসায়। কেননা, এই ২০ মিনিট যে থাকি আমরা প্রিয়জনের সামনে, প্রিয়জনের সাথে। তাই পুরো সপ্তাহের সবচেয়ে সেরা সময় এই ২০ মিনিট, পুরো সপ্তাহের সবচেয়ে আনন্দের সময় প্রিয়জন শোনার সময়টি।

আজকের (১৬/১১/২০২০, সোমবার) প্রিয়জনও তার ব্যতিক্রম নয়। আজ অনুষ্ঠান শুরু হয়েছে সুরা বাকারার ২৮৪ ও ২৮৫ নম্বর আয়াতের তেলওয়াত ও অনুবাদ দিয়ে। এরপর যথারীতি বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত প্রচারিত হয়েছে। আমরা মনোযোগ দিয়ে তা শুনেছি, আর অপেক্ষায় থেকেছি কখন প্রিয়জন শুরু হবে। এ অপেক্ষার আনন্দই আলাদা, এ অপেক্ষার সুখই আলাদা।

অবশেষে বাবুল আখতার, আকতার জাহান ও আশরাফুর রহমানের স্বাগত জানানোর মাধ্যমে প্রিয়জন শুরু হল। প্রিয়জনে আজ যেসব শ্রোতা বন্ধুর চিঠি ছিল, তারা হলেন এ টি এম আতাউর রহমান রঞ্জু, হাফিজুর রহমান, এইচ এম তারেক, নাফিসা খাতুন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাদত হোসেন (আমি নিজে), শাওন হোসাইন, আল্লামা মিজানুর রহমান, এস এম নাজিমুদ্দিন ও হারুন অর রশীদ। এছাড়াও প্রাপ্তিস্বীকার করা হয় বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর চিঠির আর তারা হলেন হোসাইন মুসা, অপূর্ব কুমার, ফারিয়া খানম ও আব্দুল হান্নান।

আবার বেশ কয়েকজন শ্রোতা বন্ধুর রিসেপশন রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে। আমি মনে করি, রিসেপশন রিপোর্ট পাঠানো ডিএক্সারদের নাম প্রিয়জনে বলার দরকার নেই। এটি একটি টেকনিক্যাল বিষয়। আর রিসেপশন রিপোর্টের জন্যে সংশ্লিষ্ট ডিএক্সারকে ভেরিফিকেশন কার্ড বা কিউএসএল কার্ডও পাঠানো হয়। সেটাই তার প্রাপ্তিস্বীকার। এ দুর্যোগের সময়েও রেডিও তেহরান রিসেপশন রিপোর্ট প্রেরণকারী ডিএক্সারদের অনলাইনে কিউএসএল কার্ড পাঠিয়েছে এবং এখনও পাঠিয়ে যচ্ছে। এরূপ মহানুভবতার জন্যে আমরা রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রিয়জনের মাঝামাঝিতে আজ জামাল আহমেদ সুবর্ণ ভাইয়ের সাক্ষাৎকার প্রচারিত হয়। তার সাক্ষাৎকার ও পরামর্শ আমাদের ভালো লেগেছে। প্রতিটি প্রিয়জনে একজন শ্রোতার সাক্ষাৎকার ও একটি গান/গজল অনুষ্ঠানটিকে আরো আকর্ষণীয় করেছে।

সবশেষে, পুরো অনুষ্ঠানটি দারুণ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনার জন্যে বাবুল আখতার, আকতার জাহান ও আশরাফুর রহমানকে ধন্যবাদ জানাই।

          

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।