ইরানি পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শন বন্ধের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা
https://parstoday.ir/bn/news/iran-i84975-ইরানি_পরমাণু_স্থাপনায়_আন্তর্জাতিক_পরিদর্শন_বন্ধের_দাবি_জানিয়েছেন_সংসদ_সদস্যরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু কর্মসূচি পূর্ণমাত্রায় শুরু এবং আন্তর্জাতিক পরিদর্শক দলের ইরানি পরমাণু স্থাপনা পরিদর্শন বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা আজ (রোববার) দেয়া এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২০ ১৮:৩১ Asia/Dhaka
  • ইরানের সংসদ
    ইরানের সংসদ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু কর্মসূচি পূর্ণমাত্রায় শুরু এবং আন্তর্জাতিক পরিদর্শক দলের ইরানি পরমাণু স্থাপনা পরিদর্শন বন্ধ করার দাবি জানিয়েছেন। তারা আজ (রোববার) দেয়া এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

ইরানি সংসদ সদস্যরা বলেন, এই ধরনের বর্বরতার দ্রুত এবং অনুতপ্ত হওয়ার মতো জবাব দেয়া জরুরী। তবে বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার সবচেয়ে বড় জবাব হবে- বাড়তি নিয়ম-কানুন বাতিল করে ইরানের পক্ষ থেকেই আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করার মধ্যদিয়ে দেশের উজ্জ্বল পরমাণু কর্মসূচি পরিপূর্ণভাবে শুরু করা। ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক দলের পরিদর্শনকে সংসদ সদস্য নজিরবিহীন বলে মন্তব্য করেছেন।

ইরানের একটি পরমাণু স্থাপনা

ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হয়। সমঝোতা অনুযায়ী, ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করে। এর বিনিময় ইরানের উপর থেকে জাতিসংঘ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরিপূর্ণভাবে পরমাণু সংস্থার মেনে ইরানকে তার ন্যায্য সুবিধা দিতে ব্যর্থ হয়। কিন্তু আন্তর্জাতিক পরিদর্শক দল এখনও ইরানের পরমাণু স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন করে যাচ্ছেন। এ অবচস্থায় ইরানের অনেকেই মনে করেন- আন্তর্জাতিক এসব পরিদর্শক দলের কাছ থেকে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়।#

পার্সটুডে/এসআইবি/২৯