‘ইরান সংক্রান্ত গোপন রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে’
https://parstoday.ir/bn/news/iran-i85126-ইরান_সংক্রান্ত_গোপন_রিপোর্ট_প্রকাশের_বিরুদ্ধে_আইনি_ব্যবস্থা_নেয়া_হবে’
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২০ ০৬:৪৩ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামি (ফাইল ছবি)
    ইরানের পার্লামেন্ট- মজলিসে শুরায়ে ইসলামি (ফাইল ছবি)

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এ তথ্য জানিয়েছেন।

তিনি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি আইএইএ’র সঙ্গে তেহরানের চিঠি আদান-প্রদানের সব তথ্য গোপন দলিল হিসেবে পরিগণিত; কাজেই এই গোপন দলিল ফাস হয়ে যাওয়ার বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না ইরান।

পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয়, আইএইএ তার সদস্য দেশগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেছে যে, ইরান তার নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অত্যাধুনিক আইআর-২এম সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি 

গারিবাবাদি বলেন, আইএইএ’র গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে। কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে দৃঢ়সংকল্প।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেয়ার লক্ষ্যে সেদেশের পার্লামেন্ট সম্প্রতি এক আইন পাস করার পর পশ্চিমা গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলো। ইরানি পার্লামেন্টের আইনে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তত ১,০০০ আইআর-২এম সেন্ট্রিফিউজ স্থাপন করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।