রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৭)
রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৭)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর-২০২০।
প্রশ্নমালা:
প্রশ্ন-১: ইরানের কত শতাংশ মানুষকে বিদ্যুৎ বিল দিতে হয় না?
প্রশ্ন-২: বসরা অভিমুখে পরিচালিত ইরানের 'রমজান' অভিযানে ইরাকের কতটি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়?
প্রশ্ন-৩: ইহুদিবাদী ইসরাইল বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কতজন বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে?
(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)
নিয়মাবলি:
১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।
২. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।
৩. ইমেইলে সাবজেক্টের ঘরে 'অনলাইন কুইজ প্রতিযোগিতা-৭' লিখতে হবে।
৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]
৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে পাঁচজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের নাম-ঠিকানা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।