আঞ্চলিক বিষয় নিয়ে পশ্চিমাদের সঙ্গে কোন আলোচনা করবে না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i85191
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক বিষয় নিয়ে পশ্চিমা কোনো দেশের সঙ্গে আলোচনা করবে না তেহরান তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা একেবারে উন্মুক্ত। পশ্চিমাদের হস্তক্ষেপমূলক দৃষ্টিভঙ্গি কারণে এ বিষয়ে ইরান আলোচনা করবে না বলে জানান জাওয়াদ জারিফ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২০ ১৮:৫৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক বিষয় নিয়ে পশ্চিমা কোনো দেশের সঙ্গে আলোচনা করবে না তেহরান তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা একেবারে উন্মুক্ত। পশ্চিমাদের হস্তক্ষেপমূলক দৃষ্টিভঙ্গি কারণে এ বিষয়ে ইরান আলোচনা করবে না বলে জানান জাওয়াদ জারিফ।

আজ (মঙ্গলবার) জাওয়াদ জারিফ তার টুইটার অ্যাকাউন্টে আরবি ভাষায় দেয়া এক পোস্টে বলেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছু প্রতিবেশী দেশ পশ্চিমাদেরকে বলেছে যে, ইরানের সঙ্গে সংলাপ প্রক্রিয়ায় তারা যুক্ত হতে চায়। আঞ্চলিক বিষয় নিয়ে আমরা পশ্চিমাদের সঙ্গে আলোচনা করব না; কারণ প্রধান সমস্যা হচ্ছে তাদের হস্তক্ষেপ। কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় আমরা সবসময় প্রস্তুত।”

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ

উদাহরণ হিসেবে তিনি ১৯৮৬ সালের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন, ২০১৬ সালের আঞ্চলিক সংলাপ ফোরাম এবং ২০১৯ সালে হরমুজ শান্তি পদক্ষেপের কথা তিনি উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আগে আমেরিকাকে অবশ্যই পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পরামর্শ করতে হবে। এর দুদিন পর জাওয়াদ জারিফ এই টুইটার বার্তা দিলেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পক্ষে মত দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।