‘টিকা আমদানিতে প্রতিবন্ধকতা সৃষ্টির মার্কিন প্রচেষ্টা বিশ্ববাসী মনে রাখবে’
-
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ করোনাভাইরাসের টিকা সংগ্রহের যে চেষ্টা করছে তার সামনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার। তিনি আরো বলেছেন, ট্রাম্প প্রশাসনের এই বেআইনি ও মানবতাবিরোধী আচরণ বিশ্ববাসীর মনে থাকবে।
তিনি মঙ্গলবার তেহরানে করোনা মোকাবিলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ মন্তব্য করেন। রুহানি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এই টাস্কফোর্স দু’টি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রথম পরিকল্পনা হচ্ছে, সারাদেশের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা এবং স্মার্ট সামাজিক দূরত্ব পালনে বাধ্য করা। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এই পরিকল্পনাকে তিনি সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেন।
হাসান রুহানি বলেন, দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে এই মহামারীর টিকা তৈরি ও সংগ্রহ করা। দেশের অভ্যন্তরে ইরানি বিজ্ঞানীরা যেমন করোনাভাইরাসের টিকা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তেমনি সরকার বিদেশ থেকেও এই টিকা আমদানির প্রয়াস চালাচ্ছে।
কিন্তু মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে সম্ভাব্য আমদানির কাজ ব্যাহত হচ্ছে জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপপ্রয়াস সত্ত্বেও তেহরান করোনাভাইরাসের টিকা আমদানির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।