'ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবেই'
https://parstoday.ir/bn/news/iran-i85245-'ইরানের_ইতিহাস_ঐতিহ্য_ও_সৌন্দর্য_আপনাকে_আকর্ষণ_করবেই'
আসসালামু আলাইকুম। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে শীত না পড়লেও ইরানে হয়ত ইতিমধ্যে শীত জেঁকে বসেছে। ইচ্ছে করছে ইস্ফাহানে বসে শীতের উষ্ণতায় এককাপ ইরানি চায়ের স্বাদ নিয়ে আসি। হ্যাঁ, আজ ইরান ভ্রমণ নিয়েই কথা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ১০, ২০২০ ২০:৫৫ Asia/Dhaka
  • 'ইরানের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আপনাকে আকর্ষণ করবেই'

আসসালামু আলাইকুম। শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশে শীত না পড়লেও ইরানে হয়ত ইতিমধ্যে শীত জেঁকে বসেছে। ইচ্ছে করছে ইস্ফাহানে বসে শীতের উষ্ণতায় এককাপ ইরানি চায়ের স্বাদ নিয়ে আসি। হ্যাঁ, আজ ইরান ভ্রমণ নিয়েই কথা।

পারস্য সভ্যতা বিশ্বের অন্যতম প্রাচীন, ঐতিহ্যময় ও গৌরবময় সভ্যতা। ইরানের পরতে পরতে তাই লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য যা আপনাকে আকর্ষণ করবেই। বলবেন, আপনি কি কখনও গিয়েছেন? 

উত্তর হল 'না'। 

তাহলে? 

আমি ১৯৯৬ সাল থেকে রেডিও তেহরানের ইরান ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান শুনে আসছি। যখনই এসব অনুষ্ঠান শুনি,  মনে হয় আমি ঐসব স্থান নিজ চোখে দেখছি ও অনুভব করছি। 

ইরানের পর্যটন ও ইরান ভ্রমণ অনুষ্ঠানমালা শোনার জন্য শ্রোতাবন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। 

আশা করি সকলের ইরান ভ্রমনের ইচ্ছা একদিন পূরণ হবে। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ। 

 

ফিরোজ আলম

প্রভাষক (পদার্থ বিজ্ঞান )

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ। 

টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।