ইসরাইল ও ফ্রান্সের হয়ে গুপ্তচরবৃত্তি; ইরানে রুহুল্লাহ যামের ফাঁসি কার্যকর
(last modified Sat, 12 Dec 2020 10:06:35 GMT )
ডিসেম্বর ১২, ২০২০ ১৬:০৬ Asia/Dhaka

দখলদার ইসরাইল, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের গুপ্তচর সংস্থার হয়ে দেশবিরোধী তৎপরতা চালানোর দায়ে আজ ইরানে একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই গুপ্তচরের নাম হচ্ছে 'রুহুল্লাহ যাম'।

তার বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে কয়েক দিন আগে চূড়ান্ত রায় ঘোষণা করেছে ইরানের সুপ্রিম কোর্ট। এরপরই তার ফাঁসি কার্যকর করা হলো।

ইরানে সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 'অমাদনিউজ' নামের একটি টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করতেন 'রুহুল্লাহ যাম'। বিদেশে বসে সেখানে নানা ধরণের গুজব প্রচার করতেন এই গুপ্তচর।

তিনি এসব অভিযোগ স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেলগুলোসহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

রুহুল্লাহ যাম ইরানে বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথাও স্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়।

ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দারা।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ