বিদায় নেয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারলেন না পম্পেও: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i85454-বিদায়_নেয়ার_আগেও_মিথ্যাচার_ছাড়তে_পারলেন_না_পম্পেও_মুখপাত্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পম্পেও আবারো তেহরানকে নিয়ে কল্পনাবিলাসে মেতে উঠেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২০, ২০২০ ০৬:৫০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পম্পেও আবারো তেহরানকে নিয়ে কল্পনাবিলাসে মেতে উঠেছেন।

পম্পেও গতকাল এক টুইটার বার্তায় দাবি করেন, আমেরিকা সব সময় ইরানি জনগণের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করেছে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে গত কয়েক বছর ধরে তিনি ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ কথা বলে এসেছেন। সেইসঙ্গে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

সাঈদ খাতিবজাদে এক পাল্টা টুইট করে পম্পেওর বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, “যে মিথ্যাবাদী ব্যক্তির ক্ষমতা শেষ হতে যাচ্ছে সে চলে যাওয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারছে না।”

মাইক পম্পেও এর আগে এক বক্তব্যে বলেছিলেন, “আমি সিআইএ’র পরিচালক থাকার সময় মিথ্যা বলেছি, প্রতারণা করেছি এবং চুরি করেছি…।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার টুইটার বার্তায় আরো লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো বহু বছর ধরে ইরানসহ এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভ্যুত্থান ঘটানোর পাশাপাশি আগ্রাসন চালিয়ে এসেছে। মার্কিন সরকার এ অঞ্চলের অসংখ্য মানুষকে হত্যা করেছে। আর এটি হচ্ছে পম্পেও যে সরকারের হয়ে কাজ করেছে তার আসল চরিত্র।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।