উদ্বেগ প্রকাশ না করে পরমাণু সমঝোতায় ফিরে আসুন: ইউরোপকে ইরান
(last modified Wed, 23 Dec 2020 01:07:01 GMT )
ডিসেম্বর ২৩, ২০২০ ০৭:০৭ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে উদ্বেগ প্রকাশ করা বাদ দিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে যাতে এই সমঝোতা রক্ষা করার পথ সুগম হয়। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি ইরানকে তার পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসার যে আহ্বান জানিয়েছেন সে সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে রাবিয়ি আরো বলেন, পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি যদি কেউ ভঙ্গ করে থাকে সে আমেরিকা ও ইউরোপ; ইরান নয়।

ইরান সরকারের মুখপাত্র বলেন, পশ্চিমা দেশগুলো যখন পরমাণু সমঝোতা পুরোপুরি লঙ্ঘন করে যাচ্ছে তখন ইরানের একার পক্ষে এর ধারাগুলো মেনে চলা সম্ভব নয়। কাজেই ইউরোপীয় দেশগুলোর উচিত ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা বাদ দিয়ে অবিলম্বে এই সমঝোতায় ফিরে আসা।

তিনি বলেন, তারা যদি সত্যিই এই সমঝোতাকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে এটি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে ইরানও তা থেকে উপকৃত হয়। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেই কেবল পরমাণু সমঝোতাকে রক্ষা করার পথ সুগম হবে।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ