‘জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড বিনা শাস্তিতে পার পেতে দেবে না ইরান’
(last modified Mon, 28 Dec 2020 12:33:49 GMT )
ডিসেম্বর ২৮, ২০২০ ১৮:৩৩ Asia/Dhaka
  • শহীদ কাসেম সোলাইমানি
    শহীদ কাসেম সোলাইমানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনাটি কোনভাবেই বিনা শাস্তিতে পার পেতে দেবে না তেহরান।

আজ (সোমবার) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাতিবজাদে একথা বলেছেন। তিনি আরো বলেন, “আমরা আমাদের শহীদের রক্ত বৃথা যেতে দেব না এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা শাস্তি এড়াতে পারবে না।”

Image Captioইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেn

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান নিরলসভাবে এই বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছে এবং আন্তর্জাতিক চ্যানেলগুলোর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। খাতিবজাদে বলেন, এটি এমন কোনো বিষয় নয় যা ইরানের সরকার এবং শাসন ব্যবস্থা বাদ দিতে পারে। এই হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

তিনি আরো বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যদিয়ে আমেরিকা একটি বিরাট কৌশলগত ভুল করেছে। খাতিবজাদে জোর দিয়ে বলেন, এই বর্বর অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার প্রচেষ্টা ইরান কখনো বাদ দেবে না।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ