হুমকি নস্যাৎ করতে ইরানের সশস্ত্র বাহিনী ভালোভাবেই প্রস্তুত আছে: কমান্ডার
(last modified Mon, 28 Dec 2020 17:31:53 GMT )
ডিসেম্বর ২৮, ২০২০ ২৩:৩১ Asia/Dhaka
  • সংসদীয় কমিটির বৈঠক
    সংসদীয় কমিটির বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, শত্রুর পক্ষ থেকে আসা যেকোনো হুমকি নস্যাৎ করে দিতে তার দেশের সামরিক বাহিনী ভালোভাবেই প্রস্তুত রয়েছে।

আজ (সোমবার) রাজধানী তেহরানে তিনি ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন।

হাবিবুল্লাহ সাইয়ারি সংসদীয় কমিটির কাছে ইরানের সশস্ত্র বাহিনীর বাস্তব যুদ্ধের প্রস্তুতি ব্যাখ্যা করেন। এসময় তিনি গোয়েন্দা প্রতিরক্ষা এবং দ্রুতগতিতে সামরিক বাহিনী মোতায়েনের সক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন- স্থল, সমুদ্র কিংবা আকাশপথে শত্রুর সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে।

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

আমেরিকা এবং ইসরাইলের পক্ষ থেকে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেয়া হচ্ছে এবং আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ মুহূর্তে যখন মধ্যপ্রাচ্যকে গোলযোগের মধ্যে ফেলে দেয়ার চেষ্টা চলছে তখন ইরানের সংসদীয় কমিটি সামরিক বাহিনীর প্রস্তুততি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়ার জন্য এই বৈঠক করল।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ