জেনারেল সোলাইমানি হত্যার প্রধান সুবিধাভোগী দায়েশ: জারিফ
(last modified Mon, 04 Jan 2021 05:44:21 GMT )
জানুয়ারি ০৪, ২০২১ ১১:৪৪ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের একমাত্র সুবিধাভোগী হচ্ছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

গতকাল (রোববার) জেনারেল সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীতে জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে একথা বলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্পষ্টভাবে ইঙ্গিত করে বলেন, এক বছর আগে এই দিনে “দ্যা টেরোরিস্ট-ইন-চিফ” কাপুরুষোতিভাবে সন্ত্রাসীদের এক নম্বর শত্রুকে হত্যা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

জারিফ তার টুইটার পোস্টে আরো বলেন, শাহাদাতের বার্ষিকীতে আমাদের এ অঞ্চল আনুষ্ঠানিকভাবে সোলাইমানিকে স্মরণ করছে এবং একথা পরিষ্কার হয়েছে যে, তার হত্যাকাণ্ডের একমাত্র সুবিধাভোগী হচ্ছে দায়েশ (আইএস), হত্যাকাণ্ডের পর যাদের তৎপরতা শুধুই বেড়েছে।”

গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে। ওই হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসসহ আরো কয়েকজন সঙ্গী শহীদ হন। হত্যাকাণ্ডের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভভরে ঘোষণা করেন যে, তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪

ট্যাগ