মার্কিন কংগ্রেসে সাম্প্রতিক গোলযোগের ঘটনায় ক্বলিবফের প্রতিক্রিয়া
(last modified Fri, 08 Jan 2021 11:59:42 GMT )
জানুয়ারি ০৮, ২০২১ ১৭:৫৯ Asia/Dhaka
  • স্পিকার বাকের ক্বলিবফ
    স্পিকার বাকের ক্বলিবফ

ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির স্পিকার মুহাম্মাদ বাকের ক্বলিবফ বলেছেন: মার্কিন কর্মকর্তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো তাদের দেশের সামাজিক ও রাজনৈতিক সংকট।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে স্পিকার ক্বলিবফ গতকাল সন্ধ্যায় আমেরিকার সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রতিক্রিয়ায় তাঁর ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন: আপনাদের দৃষ্টিতে যে আমেরিকা গত কয়েক দশক ধরে পৃথিবীর ওপর যুদ্ধ চাপানো, অভ্যুত্থান ঘটানো কিংবা হস্তক্ষেপ করার মতো শক্তির অধিকারী ছিল, কী কারণে তারা এখন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ? কী কারণে তাদের দেশের অভ্যন্তরে সামাজিক ও রাজনৈতিক সংকট এতো চরমে পৌঁছেছে যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে?

গত বুধবার মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচনে 'জো বাইডেনে'র চূড়ান্ত বিজয় ঘোষণার লক্ষ্যে যৌথ বৈঠক চলাকালে ট্রাম্পের একদল সমর্থক কংগ্রেস ভবনে হামলা চালায়। ওই হামলার ঘটনায় অন্তত চার জন মারা যায়।

ট্রাম্পের আহ্বানে মার্কিন কংগ্রেসের সামনে ওই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।