পাকিস্তানে আইএসের হাতে ১১ খনি শ্রমিকের হত্যাকাণ্ডের নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i85926-পাকিস্তানে_আইএসের_হাতে_১১_খনি_শ্রমিকের_হত্যাকাণ্ডের_নিন্দা_জানাল_ইরান
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে ১১ জন কয়লা খনি শ্রমিকের পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২১ ০৬:২৪ Asia/Dhaka
  • পাকিস্তানে আইএসের হাতে ১১ খনি শ্রমিকের হত্যাকাণ্ডের নিন্দা জানাল ইরান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে ১১ জন কয়লা খনি শ্রমিকের পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এই পাশবিক হত্যাকাণ্ডের ফলে আরেকবার প্রমাণিত হলো, সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সব আঞ্চলিক দেশের সহযোগিতা প্রয়োজন।

তিনি শনিবার তেহরানে আরো বলেন, উগ্র ও তাকফিরি গোষ্ঠীগুলোর মতাদর্শ ও অর্থের উৎস ধ্বংস করে ফেলার জন্য মুসলিম দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা গড়ে তোলা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উগ্র জঙ্গিরা যাতে বিভিন্ন ধর্ম ও মাজহাবের নিরপরাধ মানুষদের সঙ্গে এমন পাশবিক আচরণ করতে না পারে সেজন্য চেষ্টা চালাতে হবে। আর এজন্য প্রয়োজন উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি কিছু বিশেষ দেশের পৃষ্ঠপোষকতা বন্ধ করা।

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘মাচ’ এলাকায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ কয়লা খনির একদল শ্রমিককে অপহরণ করে এবং পরে তাদেরকে পাহাড়ের পাদদেশে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে হত্যা করে। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।