‘ইরান ভ্রমণ অনুষ্ঠানের বর্ণনা শুনে মন চলে গিয়েছিল নয়নাভিরাম কিশ দ্বীপে’
https://parstoday.ir/bn/news/iran-i86330-ইরান_ভ্রমণ_অনুষ্ঠানের_বর্ণনা_শুনে_মন_চলে_গিয়েছিল_নয়নাভিরাম_কিশ_দ্বীপে’
আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠান ও উপস্থাপকদের সুমিষ্ট কণ্ঠস্বর আমাকে রেডিও তেহরান শুনতে আগ্রহী করে তোলে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৪, ২০২১ ১৩:৫৩ Asia/Dhaka
  • ‘ইরান ভ্রমণ অনুষ্ঠানের বর্ণনা শুনে মন চলে গিয়েছিল নয়নাভিরাম কিশ দ্বীপে’

আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠান ও উপস্থাপকদের সুমিষ্ট কণ্ঠস্বর আমাকে রেডিও তেহরান শুনতে আগ্রহী করে তোলে।

রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে ইরান ভ্রমণ আমার নিকট বিশেষভাবে প্রিয়। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে আমি জানতে পারি। এটাকে বিনা খরচে ইরান ভ্রমণ বললে ভুল হবে না।

গত ২৩ জানুয়ারি ইরান ভ্রমণ অনুষ্ঠানে ইরানের কিশ দ্বীপ সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানের বর্ণনা শুনে আমার মনটা চলে গিয়েছিল নয়নাভিরাম কিশ দ্বীপে। সাগরের নীল জলরাশি যেন হাতছানি দিয়ে আমায় ডাকছিল। ধন্যবাদ রেডিও তেহরানকে কিশ দ্বীপের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য।

কিশ দ্বীপ

বর্তমানে রেডিও তেহরান থেকে যে সকল অনুষ্ঠান প্রচারিত হয় তা শ্রোতাদের নিকট পছন্দের তবে একই অনুষ্ঠান সূচি অনেকদিন চললে একটু একঘেয়েমি হয়ে যায়। তাই আমার একটি অনুরোধ- আহলে বাইত ও মুসলিম মনীষীদের জীবনী নিয়ে একটি ধারাবাহিক চালু করুন। এতে করে আমরা তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর ও সত্যের পথে পরিচালিত করতে পারব।


শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।