মার্চ ০৩, ২০২১ ১১:৩২ Asia/Dhaka
  • ‘প্রবাদের গল্প নিঃসন্দেহে আমাদের ভাবনার জগতে দোলা দেয়’

আসসালামু আলাইকুম। আশা করি খোদার মেহেরবাণীতে ভালো আছেন। রেডিও তেহরানের সংবাদ শুনে জানতে পারলাম যে, সম্প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ‘মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে তাদের চাপ ও নিষেধাজ্ঞার ব্যর্থতা স্বীকার করেছে, এটা আমাদের জন্য অনেক বড় বিজয়।’

ইসলামিক রিপাবলিক অব ইরান এমন একটি ইসলামী শক্তির পতাকাবাহী দেশ, যে দেশ কোনোদিন আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর কাছে নতিস্বীকার করবে না। ঐতিহাসিকভাবে পারসিকরা একটি স্বাধীনচেতা জাতি যাদের দমন করার জন্য অনেক অটোম্যান সম্রাটরা ব্যর্থ হয়েছে। আমি ইরানি জাতিকে সম্মান জানাই। 

রেডিওর তেহরানের নতুন ধারাবাহিক অনুষ্ঠান- ‘গল্প ও প্রবাদের গল্প’ (পর্ব-২) শুনলাম। প্রবাদটি ছিল 'ডালের আগায় বসে গোড়া কাটা' নিঃসন্দেহে গল্পটি আমাদের ভাবনার জগতে দোলা দেয়। আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যারা নিজের বুদ্ধি বিবেচনাকে নির্বুদ্ধিতায় রূপ দেয়। শুধু একজন চোর নয় বরং অনেক মানুষ আছে যারা ফার্সি প্রবাদকে সত্যিতে পরিণত করে।

বাংলায় একটি প্রবাদ আছে ‘গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া’ তার মানে হলো অনেক মানুষ আছে গোপনে সর্বনাশ করে ওপরে সান্ত্বনা দেয়। এরকম ব্যক্তির ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি প্রযোজ্য। অনুষ্ঠানটি থেকে প্রবাদ বাক্যের সূচনা ইতিহাস শোনার পাশাপাশি আমাদের জ্ঞানকেও সমৃদ্ধ করছি। ধন্যবাদ রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানকে এই ধরণের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।

 

সুলতান মাহমুদ সরকার

সভাপতি, সেতু রেডিও ফ্যান ক্লাব

পোঃ ফেটগ্রাম, উপঃ মান্দা

জেলাঃ নওগাঁ-৬৫১১, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ