জেনারেল সোলাইমানির আত্মত্যাগ ছাড়া পোপের ইরাক সফর সম্ভব ছিল না
(last modified Sat, 06 Mar 2021 00:05:26 GMT )
মার্চ ০৬, ২০২১ ০৬:০৫ Asia/Dhaka
  • শুক্রবার বাগদাদে পৌঁছালে পোপকে স্বাগত জানান ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ
    শুক্রবার বাগদাদে পৌঁছালে পোপকে স্বাগত জানান ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ

ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইকারী শহীদ কমান্ডার ও যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আজ ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস নির্বিঘ্নে বাগদাদ সফর করতে পারছেন। এ মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি গতকাল (শুক্রবার) এক টুইটার বার্তায় লিখেছেন, “পোপ ফ্রান্সিস বাগদাদে প্রবেশ করেছেন। তার জানা উচিত আবু মাহদি আল-মুহান্দিস ও জেনারেল সোলাইমানিসহ আইএস-এর বিরুদ্ধে লড়াইকারী যোদ্ধা ও কামন্ডারদের জীবন বাজি রাখা যুদ্ধ না থাকলে আজ পোপের পক্ষে নিরাপদে ইরাক সফর করা সম্ভব হতো না।”

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতির কারণে এখনো এ অঞ্চলে অস্থিতিশীলতা বিরাজ করছে।

পোপ ফ্রান্সিস কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শুক্রবার চারদিনের ইরাক সফর শুরু করেছেন।

গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের সন্ত্রাস বিরোধী বাহিনী হাশদ আশ-শাবি’র উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দু’দেশের ১০ জওয়ান ও কমান্ডার শাহাদাৎবরণ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ওই ড্রোন হামলা চালায় সন্ত্রাসী মার্কিন সেনারা।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ