মার্চ ১২, ২০২১ ১৯:২০ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি প্রশ্ন রেখে বলেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমেরিকা কি কারো সঙ্গে আলোচনা করেছিল? এ নিয়ে কী তারা কারো সঙ্গে বৈঠক করেছিল?

আব্বাস আরাকচি বলেন, যেহেতু আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য কারো সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করে নি, সে ক্ষেত্রে এখন এই সমঝোতায় ফিরে আসার জন্যও কোনো আলোচনার প্রয়োজন নেই। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক'কে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে তার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমেরিকাকে এই সমঝোতায় ফিরতে হলে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমেরিকা এই পদক্ষেপ নিলে ইরান আবার তার দায়িত্ব পালন শুরু করবে।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ