জ্ঞান-বিজ্ঞানে উন্নতি ছাড়া নিরাপত্তা অর্জন করা সম্ভব নয়: জেনারেল সাফাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, জ্ঞান-বিজ্ঞানে উন্নতি ছাড়া আত্মরক্ষা ও নিরাপত্তা অর্জন করা সম্ভব নয়।
তিনি গতকাল (শনিবার) তেহরানে এক বক্তব্যে বলেন, গোটা বিশ্বের চেহারা প্রতি মুহূর্তে পরিবর্তন এবং ওলট-পালট হয়ে যাচ্ছে। কাজেই ভবিষ্যতে যেসব যুদ্ধ হবে তার সঙ্গে অতীতের যুদ্ধগুলোর কোনো মিল থাকবে না।
জেনারেল সাফাভি বলেন, এ পরিপ্রেক্ষিতে প্রতিটি দেশের উচিত নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে ভাবা। আর সেজন্য প্রয়োজন জ্ঞান-বিজ্ঞানে উন্নতি এবং নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম উদ্ভাবন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক এই কমান্ডার আরো বলেন, ইসলামি বিপ্লবকে রক্ষা করতে হলে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের সামরিক উপদেষ্টা বলেন, বিপ্লব ধরে রাখার জন্য যেমন ঈমান ও বীরত্বের প্রয়োজন তেমনি সমরাস্ত্র ও সামরিক প্রযুক্তিতে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়াও জরুরি। #
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।