‘প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরাইল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন’
(last modified Mon, 01 Jul 2024 05:30:35 GMT )
জুলাই ০১, ২০২৪ ১১:৩০ Asia/Dhaka
  • মেজর জেনারেল রহিম সাফাভি
    মেজর জেনারেল রহিম সাফাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরাইল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে যা এই অবৈধ রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 

তিনি গতকাল (রোববার) এক বক্তব্যে বলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ শক্তি, ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের হাতে ইহুদিবাদী ইসরাইল পরাজিত হয়েছে। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাভি বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। 

তিনি আরো বলেন, গত নয় মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও ন্যাটোর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ইসরাইলকে সার্বিক সহযোগিতা করেছে। তারা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এমনকি ইসরাইলের গণমাধ্যমের কমান্ড সেন্টারের দায়িত্বও নিজেদের হাতে নিয়ে নিয়েছে। 

জেনারেল সাফাভি বলেন, নয় মাসের যুদ্ধের পর প্রতিরোধ ফ্রন্ট এখন ইসরাইলের উত্তর ও দক্ষিণ উভয় অংশের শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। তিনি বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা করা ছিল পশ্চিমাদের ‘সবচেয়ে বড় কৌশলগত ভুল’; কারণ, পরাজিত হলে ইহুদিবাদীদের পালিয়ে যাওয়ার কোনো স্থান পশ্চিম এশিয়ায় নেই।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ