বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88632-বাণিজ্যিক_জাহাজে_হামলায়_জড়িতদের_শনাক্ত_করার_চেষ্টা_চলছে_ইরান
ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ‘নাশকতামূলক তৎপরতা’ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এই নাশকতামূলক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও সমুদ্র চলাচল বিষয়ক আইন লঙ্ঘন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২১ ০৬:১১ Asia/Dhaka
  • ইরানের বাণিজ্যিক জাহাজ \'শাহরে কোর্দ\' (ফাইল ছবি)
    ইরানের বাণিজ্যিক জাহাজ \'শাহরে কোর্দ\' (ফাইল ছবি)

ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ‘নাশকতামূলক তৎপরতা’ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, এই নাশকতামূলক তৎপরতার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও সমুদ্র চলাচল বিষয়ক আইন লঙ্ঘন করা হয়েছে।

তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই নাশকতামূলক তৎপরতায় জড়িতদের চিহ্নিত করার জন্য এরইমধ্যে নানামুখী তৎপরতা শুরু হয়েছে।

এর আগে ইরানের শিপিং লাইন গ্রুপের মুখপাত্র আলী গিয়াসিয়ান বলেছেন, ভূমধ্যসাগরের আন্তর্জাতিক পানিসীমায় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে ইরানের 'শাহরেকোর্দ’ নামের একটি বাণিজ্যিক জাহাজের আংশিক ক্ষতি হয়েছে।  তিনি আরও বলেছেন, বাণিজ্যিক জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল।

গিয়াসিয়ান বলেন, বিস্ফোরক বস্তুটি জাহাজটিতে আঘাত করার পরে সেখানে আগুন ধরে যায়, তবে তা বড় আকারে ছিল না। এরপর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের সময়োপযোগী পদক্ষেপ ও প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এর ফলে জাহাজের কেউ হতাহত হয়নি।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।