বোরেলকে লেখা জারিফের চিঠিতে নতুন কোনো পরিকল্পনা নেই: ইরান
(last modified Sun, 14 Mar 2021 00:16:22 GMT )
মার্চ ১৪, ২০২১ ০৬:১৬ Asia/Dhaka
  • বোরেলের তেহরান সফরে জারিফের সঙ্গে ফটোসেশন (ফাইল ছবি)
    বোরেলের তেহরান সফরে জারিফের সঙ্গে ফটোসেশন (ফাইল ছবি)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলকে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তবে তিনি একথাও বলেছেন, এই চিঠিতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কোনো পরিকল্পনা উত্থাপন করা হয়নি।

চিঠিটি শুক্রবার (১২ মার্চ) বোরেলের কাছে পাঠানো হয়েছে এবং তাতে জারিফ আবারো জোর দিয়ে বলেছেন, ইরানকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পূর্ণভাবে ফিরিয়ে নিতে হলে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইরানের এই মুখপাত্র বলেন, জারিফের চিঠিতে বলা হয়েছে, “পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আমেরিকা আইন লঙ্ঘনকারী যে পদক্ষেপ নিয়েছে এবং যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যদি ওয়াশিংটন সংশোধন করতে চায় তাহলে তাকে এই সমঝোতায় ফিরে আসতে হবে। আমেরিকা আইন লঙ্ঘন করেছে বলে তাকেই আইনের পথে ফিরে আসতে হবে।”

খাতিবজাদে বলেন, জারিফের চিঠিতে নিছক ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এবং এতে নতুন কোনো পরিকল্পনা পেশ করা হয়নি। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ