ইরান ধৈর্য ধরে বিজয় অর্জন করেছে: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i88658
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে এবং ইরানি জাতি বিজয় লাভ করেছে।  
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১৪, ২০২১ ১৭:৩৭ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, অর্থনৈতিক যুদ্ধে শত্রুরা পরাজিত হয়েছে এবং ইরানি জাতি বিজয় লাভ করেছে।  

আজ (রোববার) স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের সঙ্গে জড়িত অধ্যাপকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, ইরানি জাতি নিজের সম্মান বিকিয়ে দেয়নি। ধৈর্য ধারণের মাধ্যমে শত্রুদেরকেই পরাজিত করতে সক্ষম হয়েছে।

মেজর জেনারেল সালামি বলেন, ইরানের কাছে রয়েছে বহু অত্যাধুনিক অস্ত্র।  শত্রুরা যে ধরণের অস্ত্রে সজ্জিত ইরানের কাছে সে ধরণের অস্ত্রও রয়েছে।

শত্রুরা বাহ্যিকভাবে ভয়ানক রূপ ধারণ করলেও তাদের ভেতরটা ফাঁকা বলে তিনি মন্তব্য করেন।

ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভের পর থেকেই আমেরিকাসহ পাশ্চাত্যের দেশগুলো শত্রুতা করে এসেছে। এখনও সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর মাঝেও ইরান সমরাস্ত্রসহ সব ক্ষেত্রেই উন্নতি করেছে। শত্রুর কোনো হুমকিকে দেশটি এখন আর পরোয়া করে না।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।