মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের: ‘কোনো পরোক্ষ আলোচনা চলছে না’
(last modified Wed, 17 Mar 2021 04:29:33 GMT )
মার্চ ১৭, ২০২১ ১০:২৯ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে পুরুজ্জীবিত করার লক্ষ্যে ইরানের সঙ্গে আমেরিকার ‘পরোক্ষ’ আলোচনা চলছে বলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান যে দাবি করেছেন তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একটি বিশ্বস্ত নিরাপত্তা সূত্র প্রেসটিভিকে জানিয়েছে, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার যে দাবি করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চলমান সংকট থেকে বের করে আনার সুযোগ দেয়া।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সূত্রটি আরো জানিয়েছে, দেশের কর্তৃপক্ষ সম্প্রতি ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইন বাস্তবায়ন করতে বাধ্য। ওই আইনে ইরান সরকারকে দুই মাসের সময় দিয়ে বলা হয়েছে, এ সময়ের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে তেহরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন থেকে আরো দূরে সরে যেতে বাধ্য থাকবে।

ইরানের পদস্থ নিরাপত্তা সূত্রটি আরো বলেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তখনই আলোচনার সুযোগ তৈরি হবে যখন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করা হবে।

সুলিভান গত শুক্রবার দাবি করেছিলেন, ইরানের সঙ্গে ইউরোপীয়দের পাশাপাশি অন্যান্য মাধ্যমে কূটনীতি চলছে, তবে এই মুহূর্তে সরাসরি আলোচনা চলছে না। তিনি আরো দাবি করেন, পরোক্ষ আলোচনায় আমেরিকা পরমাণু সমঝোতার ব্যাপারে তার অবস্থান তুলে ধরছে এবং ইরানের কাছ থেকে তার অবস্থান শোনার চেষ্টা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

 

ট্যাগ