ইউরোপীয় দেশগুলোকে ‘মেরুদণ্ড সোজা’ করার আহ্বান জানিয়েছে ইরান
(last modified Fri, 26 Mar 2021 23:38:30 GMT )
মার্চ ২৭, ২০২১ ০৫:৩৮ Asia/Dhaka
  • “অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ে তা শেষও হবে না।”
    “অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ে তা শেষও হবে না।”

বিশ্বের অন্যান্য দেশের ওপর ছড়ি ঘুরানোর মার্কিন নীতি প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবচ্ছিন্নভাবে চলছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের দাম্ভিক আচরণের মোকাবিলায় ইউরোপীয় দেশগুলোর উচিত একথা প্রমাণ করা যে, তাদের এখনো মেরুদণ্ড রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমরা কারো মধুচন্দ্রিমায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। কিন্তু বলতে চাই, আমেরিকায় এখনো পম্পেও-ধাঁচের কূটনীতি  চলছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

তিনি আরো বলেন, “আরেকবার ঘুম থেকে জাগানোর প্রচেষ্টা মন্দ হয় না। অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ে তা শেষও হবে না।”

তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ করে বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রতি বন্ধুত্বপূর্ণ উপদেশ: মেরুদণ্ড সোজা করুন।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এ পোস্ট দিয়েছেন। ব্লিঙ্কেন সম্প্রতি বলেন, যেকোনো দেশ রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ